
সিলেটর জকিগঞ্জে বাংলাদেশি একটি কোম্পানির মোড়কে ভারতীয় চিনির ৭৬০ কেজির চালান আটক করেছে জকিগঞ্জ থানা পুলিশ।
চোরাচালান চক্রের সাথে জড়িত থাকার অভিযোগকে দুই জনকে আটক করছে জকিগঞ্জ থানা পুলিশ। আটককৃতরা হলেন, কানাইঘাট থানাধীন ডালাইরচর সাকিনস্ত আব্দুল হাইয়ের ছেলে মিজান আহমদ(২০) ও একই থানাধীন বিরদল (সোনাপুর) সাকিনস্ত আব্দুল মোতালিবের ছেলে কামরান আহমদ (২২)।
শনিবার (১৩ মে) রাত সাড়ে ৪টার সময় এস আই এমবিএম জহিরুল ইসলাম ও এএসআই আমির খসরু এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালীন রনপাহারা ডিউটি করাকালে অত্র জকিগঞ্জ থানাধীন ১নং বারহাল ইউনিয়নের কোনাগ্রাম সাকিনস্থ বাবুর খাল নামক ব্রিজে এর পশ্চিম প্বার্শে জাবির ও জাকিরের মুদির দোকানের সামনে জকিগঞ্জ টু সিলেট মহাসড়কের উপর চেকপোস্ট পরিচালনা করিয়া দুইটি সিএনজি বোঝাই ১৬ বস্তায় ৭৬০ কেজি ভারতীয় চিনিসহ ২চোরাকারবারী গ্রেফতার করেন।
এসময় ভারতের চিনি গুলো বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কোম্পানি ফ্রেশ এর বস্তায় মোড়ানো ছিল। অবৈধ ভারতীয় চিনি সহ দুইজন চোরাকারবারি কানাইঘাট থানার ডালাইচর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে মিজান আহমদ (২০), বিরদল (সোনাপুর) আব্দুল মোতালিবের ছেলে কামরান আহমদ (২২) কে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামিদ্বয় জব্দকৃত ভারতীয় চিনি আমদানী সংক্রান্ত কাগজপত্র সহ অন্যান্য বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। জকিগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজুপূর্বক আসামিদ্বয়কে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন সিলেট জেলা পুলিশের সহকারি মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা শ্যামল বনিক।