সিলেটে করোনায় আরও ১ জনের মৃত্যু, বাড়ছে আক্রান্ত

7 mins read

সিলেটে করোনায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে করোনায় বাড়ছে আক্রান্ত। পাশাপাশি দ্রুত বাড়ছে সুস্থতা। সিলেট বিভাগে আরও ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। চিকিৎসায় ১৪ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন।  ১৫ ফেব্রুয়ারি সোমবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া সিলেট ভিউকে এ তথ্য জানান।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও ১২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ৭ জন ও ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিস সূত্রে জানা যায়, সোমবার রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৬ হাজার ১৩১ জন। এর মধ্যে সিলেট জেলায় ৯ হাজার ৬৬৩ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫৪৮ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৮৯ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। সিলেট বিভাগে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ৩৫২জন।
সিলেটের চার জেলায় ২৬ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ২৪জন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ও মৌলভীবাজারে ২জন চিকিৎসা নিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version