//

সিলেটে বন কর্মকর্তা সাদ উদ্দিনের বদলির দাবিতে মানববন্ধন

5 mins read

প্রতদিন ডেস্ক ::
সিলেটের জাফলং এলাকাবাসীর উদ্যোগে সারি রেঞ্জ কর্মকর্তা সাদ উদ্দিনের বদলির দাবিতে জাফলং মুসলিমনগর এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুর ২টায় সিলেটের জাফলংস্থ মুসলিমনগরে মো. রফিকুল ইসলামের পরিচালনায় ও মো. কাশেম সরকারের সভাপত্বিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সাইফুল ইসলাম, হযরত আলী ও মো: সেলিম মিয়া।
মানববন্ধনে রফিকুল ইসলাম বলেন, আমাকে হযরানি করার জন্য ৭৭টি মিথ্যা মামলা দেয়া হয়। প্রতিটি ঘটনা সাজানো। আমি আইনীভাবে ন্যায় বিচার পাবো।
এছাড়া কাশেম সরকার বলেন, তাদের কথামত চাঁদা না দেওয়া আমার বিরুদ্ধে ২০টি মিথ্যা মামলা দেওয়া হয়। আমার বয়স এখন ৮০ বছর। মিথ্যা মামলায় আমাকে জেলে যেতে হয়।
আবিলম্বে আমারা সারি রেঞ্জ কর্মকর্তা সাদ উদ্দিনের বদলি চাই। হয়রানি আর ক্ষমতার অপব্যবহার করলেও অদৃশ্য শক্তির কারণে সাদ উদ্দিন বদলি হচ্ছে না। অবিলম্বে তাকে বদলী করা না হলে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version