
শুক্রবার (১১ আগষ্ট) বিকাল অনুমান ৩ টায় সিলেট তামাবিল মহাসড়কের চিকনাগুল বাজার সংলগ্ন স্থানে সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলে মটর সাইকেল আরোহী ১জন নিহত অপর জন গুরুত্বর আহত হয় ৷
এলাকাবাসী সাবেক ইউপি চেয়ারম্যান এবিএম জাকারিয়া জানান, মটর সাইকেল আরোহী তাদের ইউপির বাসিন্দারা দ্রুত গতীতে সাইকেল চালিয়ে জৈন্তাপুরের দিকে যাত্রা করেন৷ ঘটনাস্থলে তারা পিকআপের পিছনে ধাক্কা খেয়ে রান্তায় পড়ে গেলে বিপরিত দিক হতে আসা দ্রুতগামী নোহা গাড়ী চাপা দিলে ঘটনাস্থলে ১জন নিহত হয় এবং অপরজন আহত হয় ৷
নিহত ব্যক্তি উপজেলার চিকনাগুল ইউপির ঠাকুরের মাটি গ্রামের বশির মিয়ার ছেলে ছালিক মিয়া (১৮) এবং একই গ্রামের আব্দুল মালিক এর ছেলে কামিল আহমদ (১৮) ৷
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক বলেন, ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে ৷
মো. রেজওয়ান করিম সাব্বির
জৈন্তাপুর সিলেট প্রতিনিধি
মোবাইল : 01714336088
তারিখ : 11-08-2023