সিলেট তামাবিল মহাসড়কে সড়কে দুর্ঘটনা রোধে জৈন্তিয়া প্রবেশ গেইটে সচেতনতা মূল কর্মসূচী করেছে স্থানীয় যুবকরা।
সোমবার রাত ১টা থেকে তারা জৈন্তিয়া প্রবেশ গেইট ঘাটেরচটি আইসক্রিম ফ্যাক্টর এলাকায় গাড়ি থামিয়ে প্রতি গাড়ির ড্রাইভারদের সর্তকতা অবলম্বন করে গাড়ি চালাতে পরামর্শ ও তাদেরকে চকলেট দিচ্ছে। পাশাপাশি যাদের চুখ দেখে ঘুমন্ত মনে হচ্ছে তাদের চুখ মুখ পানি দিয়ে দোয়ে দেওয়া হচ্ছে।
তাদের এমন উদ্যোগে প্রশংসা করছে স্থানীয় চিকনাগুল ইউনিয়ন বাসী ও গাড়ি চালকগন। তাদের কে সবাই উৎসাহ দিয়ে বলছে তাদের এমন উদ্যোগ যেন অব্যাহত থাকে।
উল্লেখযোগ্য যে গতকাল রবিবার জৈন্তাপুর উপজেলার বিভিন্ন স্থানে ৩ টি সড়ক দুর্ঘটনায় ৯ জন ও খাদিমপাড়া ইউনিয়নের জালাল নগরে ১ জন মৃত্যু হয়। এনিয়ে গত ২৪ঃঘন্টার মাথায় মহিলা শিশু সহ ১০ জনের প্রাণ হানী হয়। এবং দুর্ঘটনায় বেশ কয়েকজন গুরুত্ব অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
Leave a Reply