
সিলেট-৪ আসনের তিন (গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর) উপজেলাবাসীসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।
তিনি গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বলেন দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আবার সবার ঘরে ঘরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতর উপলক্ষে “আপনাকে এবং আপনার পরিবারের সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি।“
তিনি বলেন, “ঈদুল ফিতর মানে আনন্দ। আসুন ঈদুল ফিতরের আনন্দ সবাই ভাগাভাগি করে নেই। যে যার অবস্থান থেকে ঈদুল ফিতরের মহীমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্ননিয়োগ করি।“ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি দেশবাসীকে উদ্দেশ্য করে বলেন, “সুস্থ থাকুন, নিরাপদ খাকুন। ঈদ মোবারক।“