///

স্বামী-শ্বশুরের নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ

7 mins read

দিনাজপুরের ঘোড়াঘাটে স্বামী-শ্বশুরের নির্যাতনে মনিরা বেগম (২৪) নামে এক গৃহবধুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের শাশুড়ি ছকিনা বেগমকে (৬০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। শুক্রবার (১৩ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সিংড়া ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মনিরা বেগম ঘোড়াঘাট উপজেলার দেওগ্রাম গ্রামের আব্দুল মোমিনের মেয়ে। জানা যায়, উপজেলার নারায়ণপুর গ্রামের মামুনুর রশিদের ছেলে সাখাওয়াত হোসেনের সঙ্গে মনিরা বেগমের ৫  বছর পূর্বে বিয়ে হয়। কিছুদিন যাবৎ তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে একাধিকবার সালিশও হয়েছে। ঘটনার দিন রাতে গৃহবধূ মনিরাকে মারধর করলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি রাতেই নিহতের পরিবারকে জানালে শনিবার সকালে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শাশুড়িকে আটক করে।

ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির বলেন, নিহতের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় নিহতের বাবা আব্দুল মোমিন বাদী হয়ে ২ জনের নাম উল্লেখসহ ও অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version