//////

হবিগঞ্জে বানিয়াচংয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

4 mins read

হবিগঞ্জে বানিয়াচংয়ের হাওরে ধান কাটার সময় বজ্রপাতে সৌরভ দাস (২১) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

আজ বুধবার বিকালে উপজেলার চন্ডিপুর গ্রামের আমতলী হাওরে এ ঘটনা ঘটে। মৃত সৌরভ দাস ওই গ্রামের ধনজয় দাস এর ছেলে।

স্থানীয়রা জানান, সৌরভ দাসসহ কয়েকজন কৃষক জমির ধান কাটতে যান। তারা মাঠে ধান কাটা অবস্থায় বজ্রপাত হয়। এতে সৌরভ দাস অজ্ঞান হয়ে পড়ে যান। তখন পাশে থাকা কৃষকরা তাৎক্ষনিক উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে সৌরভ দাসকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ জানান, নিহত কৃষক পরিবারের সদস্যদের প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version