/////

হবিগঞ্জে বাস চাপায় সিএনজি চালকসহ নিহত ৩

4 mins read

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাস চাপায় সিএনজি অটোরিকশার চালকসহ ৩যাত্রী নিহত হয়েছেন। তারা হচ্ছেন চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের আব্দুল হকের ছেলে রফিক মিয়া, বানিয়াচং উপজেলার লঘুচৌধুরী পাড়ার আজিজুর রহমানের ছেলে জিয়াউর রহমান ও আজমিরীগঞ্জের আনন্দপুর গ্রামের আব্দুল বারির ছেলে মুসা মিয়া।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সকালে তারা একটি সিএনজি অটোরিকশাযোগে শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জ শহরে আসছিলেন। সকাল ৭টার দিকে তারা হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের কলিমনগর নামক স্থানে পৌছলে ঢাকাগামী একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ জন মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদের মরদেহ উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে।

বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার আসমা বিনতে আলম ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version