/

৩৯ বছর পর যে কারণে আলোচনায় এন্ড্রু কিশোর

10 mins read

এন্ড্রু কিশোরের কণ্ঠেডাক দিয়াছেন দয়াল আমারেগানটি গ্রামবাংলার সবার মুখে মুখে গান প্রকাশের ৩৯ বছর পর বেরিয়ে এসেছে নতুন তথ্য

এটি ছিল জহিরুল হক পরিচালিতপ্রাণ সজনীছবির গান । এর সুরকার সংগীত পরিচালক ছিলেন আলম খান এন্ড্রু কিশোর চলচ্চিত্রে গান গাওয়া শুরু করেন ১৯৭৭ সালে । তার দুই বছর পরডাক দিয়াছেন দয়াল আমারেগানটি গেয়েছিলেন তিনিমঙ্গলবার কপিরাইট অফিসের রেজিস্ট্রার অব কপিরাইটস জাফর রাজা চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘গীতিকারের মেয়ে সৈয়দ গুলরুখ মহল শিরাজীর এক আবেদনের মাধ্যমে আমরা জানি, “ডাক দিয়াছেন দয়াল আমারেগানটির গীতিকার সৈয়দ আসাদউদ্দৌলা শিরাজী। তিনি তথ্যপ্রমাণ দিয়ে জানিয়েছেন, গানটি আসাদউদ্দৌলা শিরাজীর মাজারে দীর্ঘদিন থেকে পরিবেশিত হয়ে আসছে । গানটি ১৯৬৫ সালে প্রকাশিত একটি গ্রন্থেও রয়েছে।গীতিকার হিসেবে এতদিন লেখা থাকতো মনিরুজ্জামান মনিরের নাম। কিন্তু, গানের আসল গীতিকার হচ্ছেন সৈয়দ আসাদউদ্দৌলা শিরাজী । প্রয়াত এই শিল্পীগীতিকারের মেয়ে সৈয়দ গুলরুখ মহল শিরাজীর আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কপিরাইট অফিস সিদ্ধান্ত দিয়েছেসম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে গানের গীতিকার হিসেবে মনিরুজ্জামান মনিরের নাম উল্লেখ করা বিষয়টি তাদের নজরে এসেছে বলেও জানান রেজিস্ট্রার অব কপিরাইটস জাফর রাজা চৌধুরী তিনি বলেন, ‘ বিষয়ে মনিরুজ্জামান মনিরের কাছে কপিরাইট অফিস ব্যাখ্যা চাইলে তিনি জানিয়েছেন, তিনি গানের গীতিকার হিসেবে দাবি করেন না। সুরকার আলম খানও মনিরুজ্জামানের পক্ষে কোনো বক্তব্য দেননি।

এর পরিপ্রেক্ষিতে কপিরাইট অফিসডাক দিয়াছেন দয়াল আমারেগানের গীতিকার হিসেবে সৈয়দ আসাদউদ্দৌলা শিরাজীকে স্বীকৃতি দিয়ে কপিরাইট সনদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের সবকিছু ঠিকঠাক হয়ে আছে। তার মেয়ে বিদেশে থাকায় নিতে আসেননি। এলেই দিয়ে দেব,’ যোগ করেন তিনি

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version