//

ঈদের নামাজের সিজদা হতে ওঠা হলো না আখতারুজ্জামানের

8 mins read

পবিত্র ঈদুল ফিতরের নামাজ পড়া অবস্থায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে আখতারুজ্জামান তারা (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
৩মে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে মহিমাগঞ্জ ইউনিয়নের রংপুর চিনিকল জামে মসজিদে ঈদের নামাজ পড়া অবস্থায় তার মৃত্যু হয়।
আখতারুজ্জামান তারা মহিমাগঞ্জ ইউনিয়নের শ্রীপতিপুর পাছপাড়া গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে। তিনি পেশায় মুদি ব্যবসায়ী ছিলেন।
মৃতের ভাতিজা সাংবাদিক এবিএস লিটন জানান, সকালে বৃষ্টি হওয়ায় স্বজনদের সঙ্গে ঈদের নামাজ পড়তে চিনিকল জামে মসজিদে যান আখতারুজ্জামান। নামাজ শুরু হলে তিনি প্রথম রাকাত পড়ে দ্বিতীয় রাকাতের সিজদায় গিয়ে আর উঠতে পারেননি। পরে মুসল্লি ও স্বজনরা আখতারুজ্জামানকে দ্রুত গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জানান, পেশায় মুদি ব্যবসায়ী আখতারুজ্জামান বেশ কিছুদিন থেকে হৃদরোগে ভুগছিলেন। আখতারুজ্জামানের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে মুরাদুজ্জামান বিপু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
তিনি আরও জানান, মঙ্গলবার বাদ আসর নিজ বাড়ি সংলগ্ন একটি চাতালে জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।
ঈদের দিন নামাজে গিয়ে আখতারুজ্জামানের আকস্মিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version