//

উত্তরাখণ্ডে তুষারধসে ১০ পর্বতারোহী নিহত, নিখোঁজ ১৮

6 mins read

ভারতের উত্তরাখণ্ডে তুষারধসের কবলে পড়ে মৃত্যু হয়েছে অন্তত ১০ জন পর্বতারোহীর। এছাড়া নিখোঁজ রয়েছেন অন্তত ১৮ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

মঙ্গলবার সকাল সকাল ৯টার দিকে উত্তরকাশী জেলায় গঢ়ওয়াল হিমালয়েরদ্রৌপদী কা ডান্ডাশিখরের অদূরে এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার কবলে পড়া পর্বতারোহীর উত্তরাখণ্ডের উত্তরকাশীর পর্বতারোহণ প্রশিক্ষণকেন্দ্রনেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং’ (নিম)-এর শিক্ষার্থী প্রশিক্ষক। নিমের আধিকারিক কর্নেল অমিত বিস্ত সন্ধ্যায় জানান, দলে মোট ৩৪ জন ছিলেন। প্রায় ১৬ হাজার ফুট উচ্চতায় তুষারধসে চাপা পড় ১০ জনের দেহ উদ্ধার করা হয়েছে। ১৮ জন এখনও নিখোঁজ।

উত্তরাখণ্ড সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, খবর পেয়েই পরেই দ্রুত উদ্ধারের কাজ শুরু করে সেনা, ইন্দোতিব্বত সীমান্ত পুলিশ এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের (এনডিআরএফ) উদ্ধারকারী বাহিনী। সন্ধ্যা পর্যন্ত নিখোঁজদের খোঁজ চলেছে। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে রাতের অন্ধকারে উদ্ধারকাজ ব্যাহত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version