/////

কানাইঘাট থানা পুলিশের অভিযানে ৫০৬ পিছ ইয়াবা সহ দুইজন মাদক ব্যবসায়ী আটক

10 mins read

 

সিলেট জেলার কানাইঘাট থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫০৬ পিছ ইয়াবা সহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে কানাইঘাট উত্তর বাজারের ডালাইচর ব্রিজের পার্শ্বে অবস্থিত আইয়ুব আলী মার্কেটের একটি ফার্নিচারের দোকানে ইয়াবা বিক্রি ও সেবন করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় কানাইঘাট থানার ওসি (তদন্ত) দিলীপ চন্দ্র নাথের তত্ত্বাবধানে থানার এসআই মোক্তার আলী, এএসআই বিকাশ চন্দ্র দাস, পুলিশ কনস্টেবল সাজেদুল করিম, নজরুল ইসলাম, সুমন মিয়ার নেতৃত্বে ০৬ মে শুক্রবার রাত ০৮ টার দিকে সেখানে অভিযান পরিচালনা করে ডালাইচর গ্রামের মৃত এবাদুর রহমানের পুত্র আলকাছ উদ্দিন মুন্না (২২) এর ফার্নিচারের একটি দোকান ঘর থেকে ইয়াবা ক্রয়-বিক্রয় কালে পৌরসভার দুর্লভপুর গ্রামের সিরাজ উদ্দিনের পুত্র পারভেজ মোশাররফ (২০) ও বড়চতুল ইউপি’র মালিগ্রামের শফিকুল হকের পুত্র আশরাফ সিদ্দিকী রোমান (১৯) কে আটক করে।

কানাইঘাট থানার ওসি (তদন্ত) দিলীপ চন্দ্র নাথ বলেন, আটককৃত মোশাররফের মানিব্যাগ ও আলকাছ উদ্দিন মুন্নার দোকান থেকে মোট ৫০৬ পিছ ইয়াবা সহ ইয়াবা সেবনের পেপারস সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। অভিযানের সময় পুলিশের উপর চড়াও হয়ে ইয়াবা বিক্রেতা ফার্নিচার দোকানের স্বত্ত্বাধিকারী আলকাছ উদ্দিন মুন্না পালিয়ে গেলেও অপর দুইজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। আটককৃত দুইজন সহ পলাতক মুন্না ইয়াবা বিক্রেতা ও সেবনকারী। এঘটনায় আটককৃত পারভেজ মোশাররফ ও আশরাফ সিদ্দিকী রোমান ও পলাতক আলকাছ উদ্দিন মুন্নাকে আসামী করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ। থানার মামলা নং-৩, তারিখ: ০৭/০৫/২০২২ইং। আসামীদের শনিবার আদালতে সোপর্দ করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version