চেঙ্গেরখাল নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

9 mins read

সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ড এলাকার চেঙ্গের খাল নদীতে বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতা উপলক্ষে আনন্দে মেতেছিল এলাকাবাসী। বাইচের নৌকার মাঝি-মাল্লারা নেচে-গেয়ে মাতিয়ে তুলে এলাকা। বিপুল সংখ্যক মানুষ ছোট ছোট নৌকা নিয়ে, কেউ রাস্তায় দাঁড়িয়ে উপভোগ করেন নৌকা বাইচ। বাইচে অংশ নিয়ে এলাকার মানুষদের আনন্দ দিতে পেরে খুশি মাঝি-মাল্লারা। প্রতিযোগিতায় ১০টি নৌকার মধ্যে জৈন্তাপুর উপজেলার ‘ছাতার খাই’ নৌকা প্রথম হয়।

আর দ্বিতীয় হয়েছে গোয়াইনঘাট উপজেলার ‘লেংগুরা’। তৃতীয় হয়েছে জৈন্তাপুর উপজেলার দক্ষিন কাঞ্চন। প্রতিযোগিতার প্রথম পুরস্কার ছিলো একটি গরু, দ্বিতীয় পুরস্কার একটি খাসি, তৃতীয় পুরস্কার একটি এলইডি টিভি।

নৌকা বাইচ প্রতিযোগিতা শেষে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ চুনু মিয়ার সভাপতিত্বে, জামাল আহমদ ও ফরহাদ আহমদের যৌথ পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক মিল্লাত আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাল মিয়া।

উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা ইউনুস আলী, সদর উপজেলা যুবলীগ আবু সুফিয়ান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সদস্য মো. ময়না মিয়া, মুরব্বী আব্দুর রশীদ, কালা মিয়া, আব্দুল ওয়াহিদ, তুরন মিয়া, সমসুল ইসলাম, গিয়াস উদ্দিন, বাবুল আহমদ, গোলাপ মিয়া, আব্দুস সালাম, লাল মিয়া, খালেদ আহমদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version