/

জৈন্তাপুরে উদ্দীপন ইন্টারন্যাশনাল ক্লাব সিলেটের অর্থায়নে প্রয়াত মানিক দাসের পরিবারকে অটোরিক্সা বিতরণ

12 mins read

সিলেটের উদ্দীপন ইন্টারন্যাশনাল ক্লাবের পক্ষ হতে ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের সদস্য প্রায়াত মানিক দাশের পরিবারকে একটি অটোরিক্সা বিতরণ করা হয়।
গতকাল ১৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুর ২টায় এসএসসি ব্যাচ-১৯৯৬ ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন আয়োজনে ফ্রেন্ডশীপ পাবলীক স্কুল মিলনায়তনে ফাউন্ডেশনের সদস্য প্রায়ত মানিক দাশের পরিবারের হাতে উদ্দীপন ইন্টারন্যাশনাল ক্লাব সিলেটের পক্ষ হতে ক্লাবের ৫ম রিক্সা বিতরণ করা হয়। ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন সভাপতি ডাক্তার মুহিবুল হকের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক সুরঞ্জিত দেব চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উদ্দীপন ইন্টারন্যাশনাল ক্লাবের আহবায়ক মিছবা উদ্দিন চৌধুরী রুপন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য উদ্দীপন ইন্টারন্যাশনাল ক্লাবের সহ সভাপতি সিরাজুল ইসলাম, রাখেন যুক্তরাষ্ট্র প্রবাসী উদ্দীপন ইন্টারন্যাশনাল ক্লাবের সদস্য সাইদুল হক রাসেল, আব্দুল হান্নান, ডাক্তার ইরফান আহমদ জুনায়েদ, সাহাদৎ হোসেন, নূরুল আমীন, এম এতামিম সিদ্দিকী, তায়েফ হোসেন, ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন সহ সভাপতি মোঃ মামুনুর রশিদ, প্রচার সম্পাদক রিংকু লাল দে, সদস্য কবির আহমদ, শামছুদ্দিন।


প্রধান অতিথির বক্তব্যে উদ্দীপন ইন্টারন্যাশনাল ক্লাবের আহবায়ক মিছবা উদ্দিন চৌধুরী রুপন বলেন, আমাদের সংগঠনের সাথে ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের কার্যক্রম এক। শুধুমাত্র আমরা অসহায় হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করছি। সেই একই ভাবে জৈন্তাপুর উপজেলার এসএসসি ব্যাচ-১৯৯৬ ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন একই লক্ষ্য উদ্যেশ্য নিয়ে কাজ করছে। ফাউন্ডেশনটি গত এক বৎসরের মধ্যে নিজস্ব ভবন নির্মাণ করে তাদের ইত্যেমধ্যে অন লাইন মাধ্যমে পাঠদান কার্যক্রম চালু করেছে, অতি অল্প সময়ের মধ্যে নিয়মিত পাঠদান চালু হবে। আমাদের কাছে ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন কার্যক্রম গুলো অত্যান্ত ভাল লেগেছে। তাই আমরা ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের সহযোগিতায় জৈন্তাপুর উপজেলায় কাজ করেত আগ্রহী। তারই লক্ষ্যে আজ এই ফাউন্ডেশনের সদস্য প্রায়াত মানিক দাশের পরিবারকে একটি অটোরিক্সা তুলো দিলাম। এছাড়া বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে উদ্দীপন ইন্টারন্যাশনাল ক্লাব সর্বত্মক সহযোগিতা করে যাবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version