/

জৈন্তাপুরে এসএসসি সমমান পরীক্ষায় ৪টি কেন্দ্রে অংশ নিয়েছে ২২২৫জন পরীক্ষার্থী

8 mins read

সিলেটের জৈন্তাপুরে ২০২২ সনের এসএসসি সমমান পরীক্ষায় সারাদেশের ন্যায় জৈন্তাপুর উপজেলায় ৪টি কেন্দ্রে ২৩টি প্রতিষ্ঠান হতে সর্বমোট ২হাজার ২শত ২৫জন পরীক্ষার্থী অংশগ্রহন করেছে।

জৈন্তাপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন জানান, ৪টি কেন্দ্রে ২৩টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসএসসি সমমান পরীক্ষায় অংশ নিয়েছে, তার মধ্যে সাধারণ শিক্ষা (স্কুল শাখায়) ১৫টি প্রতিষ্ঠান হতে জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয় এবং এম.আহমদ পাবলিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১হাজার ৭শত ২৩জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। কারিগরি (ভোকেশনাল) শাখায় ৪টি প্রতিষ্ঠান হতে ব্রিগেডিয়ার মজুমদার বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩শত ১৯জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে এবং মাদ্রাসা শিক্ষায় ৪টি প্রতিষ্ঠান হতে জৈন্তা দারুছ ছুন্নাহ জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে ১শত ৮৩জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে।

সকাল ১১টায় পূর্ব নির্ধারিত সময়ের মধ্যে প্রতিটি কেন্দ্রে পরীক্ষা আনুষ্ঠানিক ভাবে শুরু হয়। পরীক্ষা শুরু হওয়ার পর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন নির্বাহী ম্যাজিষ্ট্যাট ও জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলাম, সহকারি কমিশনার ভূমি (এসল্যান্ড) রিপামনি দেবী, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. হানিফ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version