///

জৈন্তাপুরে জেলা আ.লীগের পক্ষ হতে বন্যাত্রদের মধ্যে ত্রাণ বিতরণ

11 mins read

জৈন্তাপুর উপজেলার বন্যাত্র মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা ৷

২৫ মে বৃহস্পতিবার সন্ধ্যায় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বন্যাত্রদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খাঁন,

সহ সভাপতি শাহ ফরিদ, আইন বিষয়ক সম্পাদক আজমল আলী, তথ্য সম্পাদক মোবাস্বির আলী, সাংস্কৃতিক সম্পাদক শামসুল আলম সেলিম, সহ দপ্তর সম্পাদক মজির উদ্দিন, সদস্য এডভোকেট ফখরুল ইসলাম, জেলা আ.লীগের সদস্য ও জৈন্তাপুর উপজেলা আ.লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ,

গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউপি চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন, জৈন্তাপুর উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক মুহিবুর রহমান মেম, সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, দপ্তর সম্পাদক হানিনুল হক হুসনু, প্রচার ও প্রকাশনা সম্পাদক সিরাজুল ইসলাম, নিজপাট ইউনিয়ন আ.লীগের সভাপতি আতাউর রহমান বাবুল সহ উপজেলা আ.লীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ৷

জেলা আ.লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেন, যেকোন দূর্যোগে আ.লীগ সরকার জনগনের পাশে ছিল এবং আছে ৷ দূর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশে আ.লীগ ও তার সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা নিজ নিজ এলাকায় সামর্থ অনুযায়ী বন্যাত্রদের সার্বিক সহযোগিতা, উদ্ধার তৎপরতা, শুকনো খাবার, রান্নাকরা খাবার বিতরণ সহ সরকারী ত্রাণ সুষ্ট ভাবে বিতরণ করছেন ৷ তারই ধারাবাহিকতায় জেলা আ.লীগের পক্ষ হতে জৈন্তাপুরে ত্রাণ বিতরণ করছি ৷ বন্যাত্রদের সার্বিক সহযোগিতায় আমরা আছি এবং থাকব ৷ এছাড়া সরকারের পক্ষ হতে বরাদ্ধকৃত ত্রাণ সুষ্ট ভাবে বিতরণ হচ্ছে কি না তার খোঁজ খবর রাখতে উপজেলা আ.লীগ ও তার সহযোগী আঙ্গ সংগঠনের সকল পর্যায়োর নেতৃবৃন্দের নির্দেশ দোন ৷ ত্রাণ বিতরণে কোন প্রকার অনিয়ম সংগঠিত হলে দ্রুত উপজেলা ও জেলা আ.লীগের দায়িত্বশীলদের অবহিত করতে বলা হয়৷

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version