/

জৈন্তাপুরে হতে যুদ্ধে ব্যবহৃত ২টি মর্টার সেল উদ্ধার

7 mins read

সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর ৬নং কূপ এলাকার পুকুর হতে ২টি মর্টারসেল উদ্ধার।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায়, ২৯ মার্চ সোমবার বিকাল ৫টার সময় উপজেলার হরিপুর ইউনিয়নের ৬নংকূপ গ্রামের বাসিন্ধা জমির উদ্দিনের পরিত্যাক্ত পুকুর খননের সময় কর্মরত শ্রমিকরা দুটি মর্টারসেল দেখে। পরে তারা সেগুলো উদ্ধার করে বালতীর পানিতে ডুবিয়ে রাখে। বিষয়টি সন্ধ্যার পুলিশ জানলে উর্দ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রাত ১টায় উত্তর সিলেটের সিনিয়র সার্কেল এএসপি মোঃ আব্দুল করিম, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মহসিন আলী, অফিসার ইনচার্জ তদন্ত মোঃ ওমর ফারুক নেতেৃত্ব একদল পুলিশ ঘটনাস্থলে ছুটে যান এবং মর্টারসেল দুটি উদ্ধার করে নিয়ে আসেন।
সার্কেল এসপি মোঃ আব্দুল করিম জানান, সংবাদ পাওয়ার পরপর আমরা ঘটনাস্থলে ছুটে যাই মর্টারসেল দুটি আমাদের হেফাজতে নিয়ে আসি। তিনি আরও বলেন দুটি মর্টার সেল দেখে মনে হচ্ছে স্বাধীনতা যুদ্ধের সময় শত্রুর ছুড়া হতে পারে। সেল দুটি পানিতে পড়ে অবিষ্ফোরিত অবস্থায় রয়েছে। শ্রমিকরা পুকুর খনন করেত গেলে সেল দুটি পাওয়া যায়। এরকম আরও অনেক মর্টারসেল বিভিন্ন উপজেলা হতে উদ্ধার হচ্ছে। মর্টারসেল দুটি উদ্বর্তন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version