///

জৈন্তাপুর পলাতক আসামী মনির পুলিশের হাতে আটক

11 mins read
Oplus_0

জৈন্তাপুর প্রতিদিন ডেস্ক :: জৈন্তাপুরে পারিবেশের ক্ষতি করে পাহাড় টিলা কর্তন করে চুরি করে পাথর উত্তোলন মামলার ১আসামী গ্রেফতার করেছে পুলিশ ৷

পুলিশ সূত্রে জানাযায়, ৯ এপ্রিল মঙ্গলবার দিবাগত রাত ১০টায় জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম পিপিএম এর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিত্বে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে জৈন্তাপুর উপজেলার আসামপাড়া আশ্রায়ন প্রকল্পে অভিযান চালিয়ে আইয়ুব আলীর ছেলে মনির হোসেন (২৬) কে আটক করা হয় ৷ আটক মনির হোসেন খাঁসিয়া আধিবাসী নেতা হেনরী লামীনের সুপারি জুম এলাকা হতে গোয়াইনঘাট উপজেলার কালিজুরী গ্রামের রাঙ্গা মিয়ার ছেলে বকুল মিয়ার নেতৃত্বে পরিবেশের ক্ষতি সাধন করে পাহাড় টিলা কর্তন করে গত ১৬ মার্চ তারিখে গাড়ী যোগে পাথর চুরি করার প্রক্কালে টহল পুলিশ পাথর সহ ট্রাক আটক করে ৷ এই ঘটনায় পুলিশ বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় ৪জনের বিরোদ্ধে মামলা দায়ের করে (যাহার নং- ১৪/৪৩, তারিখ : ১৬ মার্চ ২০২৪)৷

মামলার পর হতে আসামী জৈন্তাপুর উপজেলার চাঙ্গীল গড়েরপার মৃত নূরু মিয়ার ছেলে হাসিম (৪০), গোয়াইনঘাট উপজেলার কালিজুরী গ্রামের রাঙ্গা মিয়ার ছেলে বকুল মিয়া (৫০), আসামপাড়া গ্রামের বিদুবাবুর ছেলে পিংকু দেবনাথ (৩০) এবং আসামপাড়া আশ্রায়ন প্রকল্পের আইয়ুব আলীর ছেলে মনির হোসেন সোর্স মনির (২৬) পলাতাক রয়েছেন ৷

৯ এপ্রিল মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিত্বে সংবাদ পেয়ে পুলিশ মামলার পলাতক আসামী মনির হোসেন উরফে সোর্স মনিরকে আটক করে ৷ ১০ এপ্রিল দুপুরে আটক মনির হোসেনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয় ৷

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম পিপিএম বলেন, দীর্ঘ দিন হতে উপজেলার বিভিন্ন স্থানে চক্রটি অবৈধ ভাবে পাথর উত্তোলন করে আসছে ৷ পুলিশ অভিযানের করে মামলা একআসামী গ্রেফতার করেছে ৷ বাকীদের দ্রুত সময়ে মধ্যে আইনের আওতায় নিয়ে আসা হবেে ৷ আটক মনিরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ৷

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version