//

তাইওয়ানে ৬.২ মাত্রার ভূমিকম্প

6 mins read

তাইওয়ানের পূর্ব উপকূলে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কেঁপে ওঠে রাজধানী তাইপে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল .২। এরপর আরও কয়েকটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়। তাইওয়ানের আবহাওয়া ব্যুরোর বরাত দিয়ে তথ্য জানায় আলএরাবিয়া।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, দুপুরের পরপরই ভূমিকম্পটি আঘাত হানে, হুয়ালিয়েন কাউন্টির উপকূল থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ৬ কিমি নিচে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৯ এবং এর উৎস ছিল ভূপৃষ্ঠ থেকে ১২ কিলোমিটার নিচে। ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি।

আবহাওয়া ব্যুরো ভূকম্পন কেন্দ্রের প্রধান চেন কুউ-চেং সাংবাদিকদের জানান, এই ভূমিকম্পের আঘাতে পুরো তাইওয়ান কেঁপে উঠেছিল কারণ এর উৎস ছিল ভূপৃষ্ঠে খুব অগভীর। দেশে এ পর্যন্ত আটটি ভূমিকম্প অনুভূত হয়েছে এবং আগামী তিন দিনের মধ্যে আরও অনেক ভূমিকম্পের আশঙ্কা রয়েছে।

তাইপেতে থাকা এক সাংবাদিক জানান, রাজধানীতে ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে, এর তীব্রতা এই বছরের শুরুতে আঘাত হানা ভূমিকম্পের তুলনায় কম ছিল।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version