//

তামাবিলে ৬৩০ বস্তা মটর ডাল জব্দ, নিলামে বিক্রয় ১ব্যক্তিকে জমিমানা

9 mins read

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল সীমান্তে যৌথ বাহিনীর অভিযানে ৬৩০ বস্তা মটর ডাল জব্দ, নিলামে বিক্রয় ১ব্যক্তিকে জমিমানা আদায় ৷

১০ জুলাাই সাড়ে ০৫:৩০ টায় প্রভাবশালী গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে গোয়াইনঘাট উপজেলার নির্বাহী ম্যজিষ্ট্যট সহকারী কমিশনার (ভূমি) নুর হোসেন নেতৃত্বে যৌথ বাহিনী মোবাইল কোর্টের মাধ্যমে তামাবিল স্থলবন্দরের নিকটবর্তী সোনাটিলার ২টি বসত ঘরে ও শান্তিনগর গ্রামের ১টি গুদাম ঘরে অভিযান পরিচালনা করে ভারতে পাচারের জন্য অবৈধ ভাবে মজুদকৃত ৬শত ৩০ বস্তা মটর ডাল জব্দ করে।
এ ঘটনায় তামাবিল গ্রামের মৃত আব্দুল হালিম, ছেলে মোঃ আব্দুস সালাম মিন্টু (৪৮) কে ‘বাংলাদেশ কৃষি বিপনন আইন ২০১৮-এর ১৯ (ঠ)’ ধারা অনুযায়ী নগদ ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয় এবং জব্দকৃত মটর ডালের বস্তা গুলো প্রকাশ্যে ৮ শত ৫০ টাকা দরে ৫ লক্ষ ৩৫ হাজার ৫শত টাকায় বিক্রয় করা হয়।
সূত্র আরও জানায় গত কয়েক দিন পূর্বে দায়িত্ব পালন কালে গোয়েন্দা সংস্থার লোকজন মটর শুটি ও ডাল পাচার সরেজমিনে দেখে ফেললে চোরাকাবারী দলের সদস্যরা ও পুলিশ ও বিজিবির নামধারী সোর্স ও তথা কতিত অনলাইন পোর্টালোর সদস্যরা ভিডিও ধারন করে এবং গোয়েন্দা সংস্থাকে পাচারকারী প্রতিষ্টিত করার চেষ্টা করেছিল ৷
নির্বাহী ম্যাজিষ্টেট জানান, দীর্ঘদিন বন্দ থাকার পর উপজেলার সীমান্ত দিয়ে চোরাকারবারী সিন্ডিকেটের সদস্যরা আমদানিকৃত পণ্য ভারতে পাচার করছে এমন তথ্যের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করা হয় ৷ আমাদের কাছে আরও তথ্য রয়েছে ৷ দ্রুত সময়ের মধ্যে বড় অভিযান পরিচালনা করে চক্রের সদস্যদের আইনের আওতায় নিয়ে আসা হবে ৷

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version