///

ফাইনাল দেখতে সিলেটে আসছেন সৌরভ গাঙ্গুলি সৌরভ গাঙ্গুলি ও জয় শাহ

8 mins read

সিলেটে বসেছে নারী এশিয়া কাপের অষ্টম আসর। স্বাগতিক বাংলাদেশসহ সাতটি দেশ এই টুর্নামেন্টে লড়ছে। আগামী ১৫ অক্টোবর এশিয়া কাপের ফাইনাল। এই ফাইনাল দেখতে আসবেন ভারতীয় ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) একটি সূত্র তথ্যটি নিশ্চিত করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র এমন তথ্য জানিয়েছে।

সূত্র বলছে, সৌরভ গাঙ্গুলির সাথে এসিসি’র সভাপতি জয় শাহও সিলেটের মাঠে উপস্থিত থাকবেন। তাঁরা ফাইনাল উপভোগ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও যোগ দেবেন। যেখানে বিসিবি’র সভাপতি নাজমুল হাসান পাপনও উপস্থিত থাকবেন।

এসিসি’র সূত্র এটাও নিশ্চিত করেছে, বিমানযোগে সিলেটে এসে পৌঁছাবেন সৌরভ ও জয়। তাঁদের বিমান টিকেটও বুকড করা হয়েছে।

গত ১ অক্টোবর থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড-১ ও গ্রাউন্ড-২ এ বসেছে নারী এশিয়া কাপের অষ্টম আসর। বাংলাদেশ ছাড়াও এই টুর্নামেন্টে খেলছে থাইল্যান্ড, পাকিস্তান, ভারত, মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত।

রাউন্ড রবিন পদ্ধতিতে প্রতিটি দল ৬টি করে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। পয়েন্ট টেবিলের শীর্ষ ৪টি দল খেলবে সেমিফাইনাল। সেমিফাইনাল হবে ১৩ অক্টোবর। শিরোপা নির্ধারণী ম্যাচ হবে ১৫ অক্টোবর।

নারী এশিয়া কাপের প্রতিটি ম্যাচ বিনাটিকেটে মাঠে বসে দেখার সুযোগ পাচ্ছেন ক্রীড়াপ্রেমীরা।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version