///

৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে নৌকা প্রতিক পেতে সম্ভব্য প্রার্থীরা ছুটছেন ঢাকায়

16 mins read

ডেস্ক:: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীক পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন সম্ভাব্য প্রর্থীরা। কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড আগামী ৩০ ডিসেম্বরে বৃহস্পতিবার’র মধ্যে যে কোনো সময় তাদের দলীয় সিদ্ধান্ত ঘোষণা করবেন।

এ নিয়ে এখন থেকে সম্ভাব্য প্রার্থীরা উপজেলার শীর্ষ নেতাদের নিয়ে ইতিমধ্যে ঢাকায় ছুটছেন। ইউপি নির্বাচনকে ঘিরে গোয়াইনঘাট উপজেলা এখন নেতা শুন্য হয়ে পড়েছে। ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা পছন্দের প্রার্থী নিয়ে ঘুরছেন দলের শীর্ষ নেতাদের দ্বারে দ্বারে। উপজেলা-জেলা টপকিয়ে নৌকার টিকেট পেতে ইতিমধ্যে ঢাকায় ছুটছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীরা।

নিজের পছন্দের প্রার্থীকে দলীয় টিকিট পাইয়ে দিতে মাঠে রয়েছেন উপজেলা আওয়ামী লীগ’র একাধিক নেতা। এদের সবাই রাজধানীতে অবস্থান করে দলীয় প্রতিক নৌকা পেতে জোর চেষ্টা তদবির করবেন।

একাধিক প্রার্থী ও দলীয় বিভিন্ন সূত্র জানায়, ৩১জানুয়ারী গোয়াইনঘাট উপজেলার ৩টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলার ৩টি ইউনিয়নে ৭জন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন। দলীয় মনোনয়ন ফরম জমা দেয়ার পর থেকেই ঢাকায় পাড়ি জমাতে শুরু করছেন নেতারা।

ইতোমধ্যে উপজেলার ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল৷

৫নং আলীরগাঁও ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এবং উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি মোঃ নজরুল ইসলাম, আবুল কাশেম মোঃ আনোয়ার শাহাদাৎ, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ও উপজেলা যুবলীগের সদস্য সোহেল আহমদ৷

১১নং মধ্যে জাফলং ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এবং উপজেলা যুবলীগ’র আহব্বায়ক মোঃ ফারুক আহমদ, মোঃ আব্দুল মালিক ৷

মনোনয়ন প্রত্যাশীরা নৌকা প্রতীক পেতে দৌড়ঝাঁপ চালিয়েই যাচ্ছেন। কারণ নৌকা প্রতিক এখন তাদের কাছে যেন সোনার হরিণ। প্রার্থীরা ঢাকায় দৌড়ঝাঁপ করলেও সমর্থক এবং ভোটারদের পাড়া, মহল্লা, হাট-বাজার, চায়ের দোকান কিংবা গ্রামগঞ্জে নির্বাচনী আমেজ জমে উঠেছে ব্যাপক। আলোচিত হচ্ছে সম্ভাব্য প্রার্থীদের নাম এবং কর্মযজ্ঞ নিয়ে। হাটে মাঠে ঘাটে এমনি ঘরের দেয়ালে, পোস্টারে ফেস্টুনে ছেয়ে গেছে প্রার্থীদের নির্বাচনী এলাকা। চায়ের আড্ডায় কিংবা উঠান বৈঠকে চলছে প্রার্থীদের নিয়ে চুলচেড়া বিশ্লেষণ।

কে এলাকার উন্নয়ন করেছে, কে করতে পারবে না। আবার কে কোন দলের মনোনীত প্রার্থী ও কে হবেন বিদ্রোহী প্রার্থী। রাজনৈতিক দলের‘গ্রুপ রাজনীতিতেও প্রভাব ফেলছে ভোটারদের। প্রার্থীদের পূর্ব পুরুষের কর্মকাণ্ড নিয়েও তুমুল আলোচনা সমালোচনা চলছে।

উল্লেখ্য নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত আগামী ৩১জানুয়ারী সোমবার গোয়াইনঘাট উপজেলার ৫নং আলীরগাঁও ইউনিয়ন, ১০নং পশ্চিম ইউনিয়ন ১১নং মধ্যে জাফলং ইউনিয়নের ইউপি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version