/

স্কুল শিক্ষার্থী মুক্তি হত্যার প্রতিবাদে আটপাড়ায় মানববন্ধন

6 mins read

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার বারহাট্টায় স্কুলছাত্রী মুক্তি বর্মণকে (১৫) কুপিয়ে হত্যার প্রতিবাদে ও গ্রেপ্তার কাউছার মিয়ার (১৮) দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে।

বৃহস্পতিবার বেলা ২টার দিকে তেলিগাতী বাজারে এ কর্মসূচি পালন করা হয়।এতে আটপাড়া জাতীয় হিন্দু ছাত্র মহাজোট অংশ নেয়।মুক্তি বর্মণ বারহাট্টা উপজেলার প্রেমনগর ছালিপুরা গ্রামের নিখিল বর্মণের মেয়ে ও প্রেমনগর ছালিপুরা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে উদীচী বারহাট্টা শাখা কমিটির সাধারণ সদস্য, নারী প্রগতির ইয়ুথ গ্রুপ ও কংস থিয়েটারের সদস্য ছিল। অভিযুক্ত কাওছার একই গ্রামের মো. শামসু মিয়ার ছেলে।

মুক্তির রানী বর্মন এর হত্যাকারীর আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আটপাড়া জাতীয় হিন্দু ছাত্র মহাজোট তেলিগাতী বাজারে মানববন্ধন করে। এ সময় বক্তব্য রাখেন আটপাড়া উপজেলা হিন্দু ছাত্র মহাজোট এর সভাপতি মিঠুন দাস, সাধারণ সম্পাদক বিপুল দাস, উপজেলা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক তরিকুজ্জামান তরিক, তেলিগাতী সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ডালিম খান।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version