////

হবিগঞ্জের বানিয়াচংয়ে দুপক্ষের সংঘর্ষে আহত শতাধিক

4 mins read

হবিগঞ্জের বানিয়াচংয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত শতাধিক লোকজন আহত হয়েছেন।

রবিবার (৭ মে) দুপুরে উপজেলার পৈলারকান্দি ইউনিয়নের কুমরি গ্রামে এ সংর্ঘষ ঘটে। স্থানীয়রা জানান, উপজেলার কুমরি গ্রামের মুর্শিদ তালুকদার ও এডভোকেট আব্দুল হামিদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ দুপুরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ অন্তত শতাধিক লোকজন আহত হয়। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে আসে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version