
সিলেটের কানাইঘাট থানা পুলিশের অভিযানে ২১০ বোতল ভারতীয় মদ সহ ১জন ব্যবসায়ীকে আটক করা হয়।
কানাইঘাট সার্কেল এএসপি অলক কান্তি শর্মা’র নির্দেশনায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) উজায়ের আল মাহমুদ আদনান, এসআই (নিরস্ত্র) মো. সোহেল মাহমুদ, এসআই (নিরস্ত্র) অরূপ সাগর গুপ্ত কমল, এসআই (নিরস্ত্র) মজিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে কানাইঘাট থানার পৌরসভার অন্তর্গত উত্তর গোবিন্দপুর গ্রামে ১৯ জুলাই বৃহস্পতিবার রাত ১২টা ৪৫ মিনিটের সময় অভিযান পরিচালনা করেন। এসময় উত্তর গোবিন্দপুর (নিজ চাউরা উত্তর) গ্রামের মৃত আব্দুল জলিল এর ছেলে আজমল হোসেন উরফে কালা (৩০) কে তার ভাড়াটিয়া বাসা হইতে ২১০ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কানাইঘাট থানার ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) সারণির ২৪ (খ) ধারায় মামলা দায়ের করা হয় (যাহার নং ১১)। মামলা আটক দেখিয়ে গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হয়। বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন সিলেট জেলা পুলিশের সহকারি মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা শ্যামল বনিক।