///

দুধ দিয়ে গোসল করে ছাত্রলীগ বিদায়

7 mins read

কিশোরগঞ্জে উপজেলা ছাত্রলীগের কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পেয়ে দুধ দিয়ে গোসল করে রাজনীতির ইতি টানলেন ছাত্রলীগ মো. আরমিন আহমেদ। বৃহস্পতিবার ( অক্টোবর) রাত ১০টার দিকে দুধ দিয়ে গোসলের একটি ভিডিও নিজের ফেসবুকে পোস্ট করেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ১২ বছর ছাত্রলীগ থেকে আমার অর্জন ৭ মামলার আসামি, সর্বোচ্চ গ্রাউন্ড নিয়ে গত ১ বছর পুলিশের হয়রানি। বিদায় বেলায় পেশাগত জীবনে পঙ্গু, শূন্য পকেটে দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে বিদায় নিলাম।

আরমিন লেখেন, ছাত্রদল থেকে আগত, বিএনপি পরিবার থেকে আগত কারও কাছে আত্মসমর্পণের চেয়ে বিদায় নেওয়া বেটার সিদ্ধান্ত। রাজনীতিটা বুক দিয়ে নয়, আবেগ দিয়ে করেছি। আবেগে ভেজালের স্থান নেই।

ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ায় পাকুন্দিয়াসহ সারাদেশে এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। পাশাপাশি ঘোষিত হওয়া পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে ফেসবুকে পক্ষে-বিপক্ষে নানা কথাবার্তা চলছে।

জানা যায়, দীর্ঘ ১২ বছর পর গত বুধবার (৫ অক্টোবর) কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ উমান খান স্বাক্ষরিত ১৯ সদস্যের পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে আরমিন আহমেদকে ১ নম্বর সহ-সভাপতি করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে আরমিন বলেন, আমি ছাত্রদল থেকে আসা সভাপতির পেছনে রাজনীতি করতে পারব না।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version