কোম্পানীগঞ্জে ইউপি চেয়ারম্যান জিয়াদ আলীর দায়িত্ব গ্রহণ

10 mins read

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান জিয়াদ আলী দায়িত্ব গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার দুপুর ১টায় ইউনিয়ন পরিষদের হলরুমে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বিদায় শাহ মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জনি রঞ্জন দে, উপজেলা সহকারী শিক্ষা শাহিদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি বিল্লাল হোসেন, ব্যবসায়ী সিরাজুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি মদরিছ আলী, বটেরতল মাদ্রাসার মুহতামিম মাওলানা শফিকুল হক, পাড়ুয়া প্রাইমারি স্কুলের সভাপতি সাফাত উল্লাহ, তেলিখাল ইউনিয়ন যুবলীগের সভাপতি রশিক আহমদ, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, ইউপি সদস্য মেহেদী হাসান ডালিম, জামাল হোসেন, কবির মিয়া, সাবেক মেম্বার সুন্দর আলী, বিল্লাল, দুলা মিয়া দুলা প্রমূখ।
বিদায়ী চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে ইসলামপুর পশ্চিম ইউনিয়ন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ও জনবহুল ইউনিয়ন। আমি দায়িত্ব থাকাকালীন সময়ে ইউনিয়নের প্রতি পাড়া-মহল্লায় দুর্নীতি মুক্ত ভাবে সরকারের উন্নয়ন কাজ করেছি। শিক্ষা, চিকিৎসা, খাদ্য ও গ্রামীণ উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য কাজ করেছি। গত ৫ বছর আগে সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হয়ে ইউনিয়ন পরিষদের দায়িত্ব গ্রহন করেছিলাম আল্লাহর রহমতে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের চেষ্টা করেছি। আমার কোন কথায় বা কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন। বিগত দিনে যেভাবে আপনাদের সুখে দুঃখে পাশে ছিলাম আগামী দিন গুলোতেও আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করব।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version