
মনজুর আহমদ গোয়াইনঘাট থেকেঃ শিক্ষা ক্ষেত্রে সর্বোচ্চ ডিগ্রি (পিএইচডি) ডক্টর অব ফিলোসোফি অর্জন করায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের তিনজন কৃতি সন্তান’র জীবন-কর্মের প্রতি সম্মান জানাতে শনিবার (১৩মে) সকাল সাড়ে ১১টায় ‘গুণীজন সংবর্ধনা ২০২৩’’র আয়োজন করে “গুণীজন সংবর্ধনা” দিয়ে সংবর্ধীত করেছে গোয়াইনঘাট উপজেলার নবগঠিত ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদ।
পুকাশ স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত গুণিজন সংবর্ধনা অনুষ্ঠানে ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম কিবরিয়া হেলাল’র সভাপতিত্বে এবং গোয়াইনঘাট সরকারি কলেজের সহকারী অধ্যাপক দিলরুবা বেগম’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট’র প্রফেসর ড. আমিনা পারভিন।
তিনি বলেন, গুণীজনদের সম্মান না দিলে সমাজে গুণীজন জন্মায় না। যারা দেশকে ভালোবেসে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে শিক্ষাক্ষেত্রকে এগিয়ে নিতে নিরলস সেবা দিচ্ছেন আমরা তাদের যদি সম্মান জানাতে না পারি, কৃতজ্ঞতা জানাতে না পারি, তাহলে আমরা পিছিয়ে পড়বো। বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের উচিত ঐসব গুণীজনের কাছ থেকে শিক্ষাগ্রহণ করা। যারা দেশের উন্নয়নে, মানুষের কল্যাণে সৃজনশীল কাজ করছেন তারাই গুণীজন। অনেকেই মনে করেন জীবনে ধন-সম্পদ আর অর্থবিত্তই প্রধান। কিন্তু এখনও অনেক মানুষ আছেন, যারা নীরবে-নিভৃতে সাধারণ মানুষের সেবা ও কল্যাণে নিজেদের জীবন উৎসর্গ করে যাচ্ছেন সেরকম তিনজন গুণী মানুষ হলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’র প্রতিষ্ঠাতা বিভাগীয় প্রধান (অব.) প্রফেসর ড. মো. আতী উল্লাহ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’র সিভিল এন্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. এইচ.এম.এ. মাহজুজ, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ব্যবসায় প্রশাসন ড. মো. কামাল উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, সিলেট সরকারি মহিলা কলেজ’র অধ্যক্ষ প্রফেসর নাজমিন ইসলাম চৌধুরী, সিলেটের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে’র প্রফেসর মো. কবির আহমদ, দৈনিক শ্যামল সিলেটের প্রকাশক ও জৈন্তিয়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ নুরুজ্জামান মণি। এসময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাম্মৎ আফিয়া বেগম, ১নং রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন শিহাব, ২নং পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মামুন পারভেজ, ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম, ৬নং ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিনহাজ উদ্দিন, ৯নং ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম নিজাম উদ্দিন, ১১নং মধ্যে জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লোকমান শিকদার প্রমূখ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বারহাল ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা নেসার আহমদ, দক্ষিণ সুরমা সরকারি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক আতাউর রহমান, গোয়াইনঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আব্দুস শহীদ, কোওর বাজার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যানন্দ দাস, ডৌবাড়ী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জওয়াদুর রহমান সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ।
অনুষ্ঠান শেষে তিনজন গুণীজনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দরা।