
গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের জালে ৫ডাকাতি ও অস্ত্র মামলা সহ ৮ মামলার পরোয়ানা ভূক্ত আসামী গ্রেফতার।
শুক্রবার (২৮ এপ্রিল) বিকাল সাড়ে ৫টায় গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দিক নির্দেশনামতে এসআই আহমদ হোসেন (সুমন) সঙ্গীয় ফোর্সের সহায়তায় ডাকাতি ও অস্ত্র মামলার পলাতক আসামী সিলেট জেলার গোলাপগঞ্জ থানার কেওটাকোনা গ্রামের আব্দুল গফুরের ছেলে মো. দেলোয়ার হোসেন (৩৬) কে বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে ৫ টি ডাকাতি ও অস্ত্র মামলা সহ মোট ৮টি মামলার পরওয়ানাভূক্ত আসামী৷ বর্ণিত মামলা গুলো বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে তার মধ্যে তিনটি মামলার পরোয়ানা রয়েছে।
শনিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলেন বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন সিলেট জেলা পুলিশের সহকারি মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা শ্যামল বনিক।