////

জৈন্তাপুরে ধানক্ষেতের জমির নালা হতে মোহাম্মদ আলীর লাশ উদ্ধার

8 mins read

সিলেটের জৈন্তাপুর উপজেলার ৪নম্বর বাংলা বাজার এলাকার ধান ক্ষেতের ভূমির নালা হতে ১ ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

এলাকাবাসী সূত্রে জানাযায়, ৬এপ্রিল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় এক মহিলা ঘাস সংগ্রহ করতে যান উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের লক্ষীপুর এলাকায় বাংলাবাজারস্থ পাথর ক্রাশিং জোনের পশ্চিম পাশের ছনকান্দি নালায়। সেখানে গিয়ে অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে ভয় চলে যান। পরে বিষয়টি এলাকাবাসীকে জানালে তারা স্থানীয় সংবাদিকদের জানান।

খবরপেয়ে ঘটনাস্থলে গিলে লাশের বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়। জৈন্তাপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) দ্রুত ফৌস নিয়ে ঘটনাস্থলে যান এবং লাশ উদ্ধার করে সুরতহাল প্রস্তুত করেন।

নিহত মোহাম্মদ আলী (৩৯) সাবেক কুষ্ঠিয়া জেলার মৃত দুখু মিয়া ফকিরের ছেলে। বর্তমানে সে জৈন্তাপুর উপজেলার আসামপাড়া গুচ্ছগ্রামে বসবাস করে আসছে।

ঘটনার সংবাদ পেয়ে সরজমিনে পরিদর্শন করেন জৈন্তা-কানাইঘাট সার্কেলের সিনিয়র এএসপি মো. আব্দুল করিম। পরিদর্শন শেষে মো. আব্দুল করিম জানান মোহাম্মদ আলীর লাশ অধিকতর তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে প্রেরণের ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। অপরদিকে নিহতের স্ত্রী সহ নিকট আত্মিয়দের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দ্রæত সময়ের মধ্যে লাশের পরিচয় সনাক্ত হয়েছে এবং ঘটনার প্রকৃত সহস্য উদঘাটিত হবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version