জৈন্তাপুরে মটর শুটির চালান আটক: ৫০ হাজার টাকা জরিমানা, ৫০ হাজার টাকা নিলাম বিক্রয়
সিলেটের সীমান্তের জৈন্তাপুর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে ভারতে পাচারের উদ্দেশ্যে মজুদকৃত ৫০ বস্তা মটর শুটির চালান আটক করা হয়। মঙ্গলবার রাতে সাড়ে ৮টায় জৈন্তাপুর উপজেলার ৪নং বাংলাবাজার এলাকায় ভারতে পাচারের উদ্দেশ্যে মজুদকৃত মটর শুটি জব্দ করার জন্য উপজেলার সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যজিষ্ট্রেট ফারুক আহমদের নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে৷ চোরাচালান প্রতিরোধে প্রশাসনের যৌথ বাহিনী তাদের অভিযান অব্যাহত রাখবে বলে জানান।
অভিযানের সময় ৫০ বস্তা মটরজব্দ করে ৫০ হাজার টাকায় নিলামে বিক্রয় করা হয় এবং গোদাম জাত করার দায়ে কৃষি বিপনন আইন ২০১৮ এর ১৯ ধারায় অনুযায়ী ৫০ হাজার টাকা মোবাইল কোর্ট এর মাধ্যমে জরিমানা করা হয় এবং জরিমানা আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যজিষ্ট্রেট সহকারী কমিশনার ভূমি মোঃ ফারুক আহমদ এসময় তার সাথে ছিলেন এনএসআই এর সহকারী পরিচালক ইমরান হাসান, জৈন্তাপুর মডেল থানা পুলিশ, জেলা গোয়েন্দা (ডিএসবি) পুলিশের সদসরা৷
Leave a Reply