
নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত জৈন্তাপুর উপজেলার মেধাবী শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন “পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব জৈন্তাপুর (পুসাজ)।”
উক্ত সংগঠনের উদ্যোগে ২৪ এপ্রিল (সোমবার) দুপুর ২ টায় খন্দকার হৃদয়ের সভাপতিত্বে এবং জিলানুর রশীদের সঞ্চালনায় সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে “ইদ পুনর্মিলনী ও নবীনবরণ অনুষ্ঠান-২০২৩” অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম প্রধান উপদেষ্টা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. বেলাল আহমদ, প্রভাষক শহীদুল মুরসালিন, সহকারী শিক্ষক হাম্মাদুর রহমান, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী পরিচালক মাছুম আহমদ, সহকারী শিক্ষক আতাউর রহমান এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের ক্রাফট ইন্সট্রাক্টর আব্দুল মুকিত, ইফতেখার নাইম সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। এছাড়া ভার্চুয়ালি যুক্ত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আমিনুর রশিদ এবং ঢাকা ওয়াসার প্রকৌশলী দীলিপ সরকার।
উক্ত অনুষ্ঠানে আগামী এক বছরের জন্য (২০২৩-২৪) নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থী খোরশেদ আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শিক্ষার্থী আব্দুল মুহিত। তাছাড়া কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হয়েছেন শাবিপ্রবি শিক্ষার্থী দীপেন্দ্র বিশ্বাস। সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আবু সাইদ সোহাগ (মাভাবিপ্রবি), আতাহার (চবি), সুফিয়া বেগম (সিকৃবি), জুয়েল (শাবি), যুগ্ম-সম্পাদক হিসেবে জিলানুর রশীদ (ঢাবি), অন্তু (ঢাবি), মিজান (পবিপ্রবি), সাংগঠনিক সম্পাদক হিসেবে শাহাদাত (জাবি), জাকির (শাবিপ্রবি), ইরিন (শাবিপ্রবি), শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসেবে হাসাদ (জাবি), ফারিহা (শাবিপ্রবি), প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে তানজিয়া জাহান মনি (শাবিপ্রবি), সোহাগ (শাবিপ্রবি), ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক সালমান আহমদ (শাবিপ্রবি), খালেদ (শাবিপ্রবি), ইমন (শাবিপ্রবি)।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন নাসির উদ্দিন (শাবিপ্রবি), নয়ন (ঢাবি), নৃপেন্দ্র (শাবিপ্রবি), শাহরিয়ার (চুয়েট), ডলি (শাবিপ্রবি), সাওদা (শাবিপ্রবি), জামিল (নোবিপ্রবি), তাহলিল (রুয়েট) এবং পার্থ (চট্টগ্রাম মেডিকেল)। তাছাড়া উক্ত অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।