শাবিপ্রবিতে চালু হলো চাইনিজ কর্নার

19 mins read

দেশে প্রথমবারের মতো চীনের সংস্কৃতি ও আন্তর্জাতিক বিভিন্ন গবষেণাপত্র নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চাইনিজ কর্ণার চালু হয়েছে।

বুধবার (৩০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে এ কর্ণারের উদ্বোধন করেন বাংলাদেশে অবস্থিত চায়না দূতাবাসের কালচার এন্ড এডুকেশন অ্যাফিয়ার্সের কাউন্সিলর মি. লিউয়েন ইউ। অনলাইন প্লাটফর্মে এই কর্নারের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, চাইনিজ কর্ণার আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য একটি ভালো উদ্যোগ, এখান থেকে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের পাশাপাশি অন্যান্য বিভাগের শিক্ষক, শিক্ষার্থীরাও উপকৃত হবেন। এ কর্নারকে এগিয়ে নিতে পারস্পরিক সহযোগিতা মাধ্যমে আমরা দ্বিপাক্ষিকভাবে কাজ করে যাবো।

উপাচার্য আরো বলেন, আমাদের দেশের উন্নয়নে চীন সরকারের অবদান রয়েছে। তারা আমাদের দেশের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে ভূমিকা রাখছে। বিশ্ব অর্থনীতিতে চীন গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং ভবিষ্যতে সকল দেশকে টপকে চীন বিশ্ব অর্থনীতিতে শীর্ষ অবস্থানে চলে যাবে।

উদ্বোধনের সময় লিউয়েন ইউ বলেন, বাংলাদেশের বিশ্বিবিদ্যালয় গুলোতে এটি প্রথম চাইনিজ কর্নার। এই কর্নার উদ্বোধনের ফলে কালচারাল বাংলাদেশের সাথে চিনের সংস্কৃতি আদান-প্রদানের একটা সুযোগ সৃষ্টি হয়েছে। গবেষণা ও শিক্ষায় এ বিশ্ববিদ্যালয় দেশের মধ্যে অগ্রগামী ভ’মিকা রাখছে। তাই চাইনিজ কর্নারের জন্য এ বিশ্ববিদ্যালয় একটি উপযুক্ত স্থান। ভবিষ্যতে এখানে সবধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

মিনি অডিটোরিয়ামে পলিটিক্যাল স্টাডিজে বিভাগের প্রধান অধ্যাপক ড. জায়েদা শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক দিলারা রহমান, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ফাখরুছ ছালামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন চাইনিজ কর্ণারের তত্ত্বাবধায়ক ও পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সাহাবুল হক এবং অধ্যাপক ড. নজরুল ইসলাম।

চাইনিজ কর্নারের বিষয়ে এর তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. সাহাবুল হক বলেন, এই কর্ণারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাথীরা চীনের শিক্ষাব্যবস্থা, বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেকে কিভাবে গড়ে তুলতে হবে তা শিখতে পারবে। পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অনার্স এবং মাস্টার্স লেভেল-এ বাংলাদেশ-চীন সম্পর্কে ও চীন এর আন্তর্জাতিক প্রভাব সম্পর্কিত বিভিন্ন কোর্স পড়ানো হয়। চাইনিজ কর্ণারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একাডেমিক ক্ষেত্রে উপকৃত, আন্তঃসম্পর্কের উন্নয়ন, অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে জানতে পারবে। এটি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এতে বাংলাদেশ-চীন সম্পর্কসহ বিভিন্ন ইস্যুতে সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপের আয়োজন করা হবে বলে জানান তিনি।

অনষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ভবন ‘এ’ এর ৪০৮ নম্বর কক্ষে কেক কেটে চাইনিজ কর্নার উদ্বোধন করা হয়। পরবর্তীতে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version