শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অন্যতম ক্যারিয়ার ও ইংরেজি ভাষা ও সাহিত্য চর্চা বিষয়ক সংগঠন শাহজালাল ইউনিভার্সিটি স্পিকার্স ক্লাবের আয়োজনে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০০৯-১০ সেশনের সাবেক শিক্ষার্থী ও ৩৮তম বিসিএসে (শিক্ষা ক্যাডার) সুপারিশপ্রাপ্ত মো. কামরুল ইসলাম, ইংরেজি বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী ও ৪০তম বিসিএস (প্রশাসন) সুপারিশপ্রাপ্ত শারমিন আকতার, একই বিভাগ ও একই সেশনের শিক্ষার্থী ও ৪০তম বিসিএস (পুলিশ) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত সঞ্জীব দেব।
এ সময় স্পিকার্স ক্লাবের সভাপতি আমানুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. আলমগীর তৈমুর, সাবেক সভাপতি সৈয়দা মারজানা রাজ্জাক,সায়েল আহমদ, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম হিমেল, ফয়সাল আহমেদসহ সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
Leave a Reply