শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্যদের মেধাবী সন্তানদের সংবর্ধনা - জৈন্তাপুর প্রতিদিন
////

শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্যদের মেধাবী সন্তানদের সংবর্ধনা

14 mins read

ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্যদের মেধাবী সন্তানদের সংবর্ধনা প্রদান করেছে শ্রীমঙ্গল প্রেসক্লাব।

এ উপলক্ষে শ্রীমঙ্গল প্রেসক্লাবের আয়োজনে শুক্রবার (১৮ আগস্ট) রাত সাড়ে ৮টায় প্রেসক্লাবের বিপুল রঞ্জন চৌধুরী-মহররম খান হলরুমে অনুষ্ঠিত হয় প্রেসক্লাব সদস্যদের সন্তানদের সংবর্ধনা ২০২৩।

শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসাইন সোহেল এর সঞ্চালনায় সংবধর্না অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজীব মাহমুদ মিঠুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বর্ধন এবং শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি দীপঙ্কর ভট্টাচার্য লিটন, সাবেক সহসভাপতি কাওছার ইকবাল, ইসমাইল মাহমুদ, যুগ্ন সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, কোষাধ্যক্ষ মোঃ এহসানুল হক, সহসম্পাদক (দপ্তর) মুসলিম চৌধুরী, সহসম্পাদক (ক্রীড়া ও সাংস্কৃতিক) মামুন আহম্মেদ, কার্যকরি কমিটির সদস্য মোঃ শাকির আহম্মেদ, সনেট দেব চৌধুরী, নূর মোহাম্মদ সাগর, সুলতান মাহমুদ রকিব।

প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ আমিরুজ্জামান, সাইফুল ইসলাম, মোমিনুল হক সোহেল, শাহাব উদ্দিন, মিসবাহ উদ্দিন যুবায়ের, শামছুল ইসলাম শামিম, আব্দুর রব, মিজানুর রহমান আলম এবং রুবেল আহমদ।

অনুষ্ঠানে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় এবং সহশিক্ষা কার্যক্রমে প্রশংসনীয় ফলাফল অর্জন করায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরীর পুত্র সুবর্ণ শিখর বর্ণ, সহসম্পাদক (ক্রীড়া ও সাংস্কৃতিক) মামুন আহম্মেদ এর পুত্র ইফতেখার আহমেদ মাহদী, সহসম্পাদক (সাহিত্য ও প্রকাশনা) বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন এর পুত্র বিশ্বপ্রিয় ভট্টাচার্য কাব্য, প্রেসক্লাবের সদস্য শামসুল ইসলাম শামীম এর কন্যা সাদিয়া ইসলাম এশা, প্রেসক্লাবের সদস্য শাহাব উদ্দিন এর কন্যা মানজিদা আহমেদ রাকিবা, কার্যকরি কমিটির সদস্য সুলতান মাহমুদ রকিব এর পুত্র আল-রাফি মাহমুদ এর হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সংবর্ধিত শিক্ষার্থীদের অভিভাবক-কে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version