কোম্পানীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে বিনাশ্রম কারাদণ্ড প্রাপ্ত আসামী গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে কোম্পানিগঞ্জ থানার এএসআই মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ পাড়ুয়া এলাকায় অভিযান পরিচালনা করে দীর্ঘদিন হতে পলাতক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী কোম্পানীগঞ্জ থানার পাড়ুয়া লামাপাড়া গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে কালা মিয়া (৪২) কে গ্রেফতার করছে পুলিশ।
কালা মিয়া কোম্পানীগঞ্জ থানার জিআর ১৪৮/১৭ মামলায় দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রাপ্ত আসামী।
গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ১১টি মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা পুলিশের সহকারি মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা শ্যামল বনিক।