বিশ্বের সবচেয়ে উঁচু রেলসেতু কাশ্মিরে - জৈন্তাপুর প্রতিদিন
//

বিশ্বের সবচেয়ে উঁচু রেলসেতু কাশ্মিরে

6 mins read

২ দশকেরও বেশি সময় ধরে নির্মাণ কাজ চলার পর অবশেষে এটি আগামী ডিসেম্বরে বা ২০২৪ সালের জানুয়ারিতে উদ্বোধন করা হবে বিশ্বের সবচেয়ে উঁচু রেলসেতুর।

জম্মু ও কাশ্মিরে চেনাব নদীর ওপর ১০৯ ফুট উঁচু রেলসেতুটি আইফেল টাওয়ারের চেয়ে ১০ফুটের চেয়েও বেশি উচ্চতায় নির্মাণ করা হয়েছে।এক বিজ্ঞপ্তিতে এমনটি জানিয়েছে ভারতের রেল মন্ত্রণালয়।

বিশেষজ্ঞরা জানান, কাশ্মিরকে ভারতের বাকি অংশের সঙ্গে রেলপথের মাধ্যমে সংযুক্ত করা হলে এ অঞ্চলের শিল্প ও কৃষি খাতের উল্লেখযোগ্য উন্নয়ন হবে।

প্রায় ৪হাজার ৩১৪ফুট দীর্ঘ সেতুটি কাশ্মির উপত্যকাকে ভারতের রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার বৃহত্তর কর্মসূচির অংশ। চেনাব সেতুর পাশাপাশি উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল লিংক প্রকল্পের মাধ্যমে দেশটির দীর্ঘতম পরিবহন সুড়ঙ্গ ও ভারতীয় রেলওয়ের প্রথম কেবল সেতু নির্মাণ হবে।

এখন পর্যন্ত ভারতের দখলে থাকা কাশ্মিরের সঙ্গে দেশটির বাকি অংশের যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে ১৮৫মাইল দীর্ঘ শ্রীনগর-জম্মু জাতীয় মহাসড়ক। তবে বিপজ্জনক এ সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে এবং শীতকালের বেশিরভাগ সময় এটি বন্ধ থাকে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version