//////

শাবিপ্রবিতে ক্যাম্পাস বনায়ন কর্মসূচি উদ্বোধন

6 mins read

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ক্যাম্পাস বনায়ন কর্মসূচি-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৯ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে শ্বেত চন্দন গাছ রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উপাচার্যের পর হরিতকি গাছের চারা রোপণ করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবীর হোসেন।

এসময় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের, স্কুল অব লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুল ইসলাম, স্কুল অব এগ্রিকালচার এন্ড মিনারেল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. স্বপন কুমার সরকার, আইআইসিটির পরিচালক অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী, পরিবহন প্রশাসক অধ্যাপক মােহাম্মদ আনােয়ার হােসেন, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আবু সাঈদ আরেফিন খান, এস্টেট কর্মকর্তা অধ্যাপক ড. রোমেল আহমেদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমান উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এবার ক্যাম্পাস বনায়ন কর্মসূচিতে ফলজ, বনজ, ঔষধি গাছের মোট ১৫ হাজার চারা রোপণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version