////

সীমান্তে বিজিবি-বিএসএফের মিষ্টি দেওয়া-নেওয়া

6 mins read

পবিত্র ইদুল ফিতর উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিজিবি। মঙ্গলবার দুপুরের পর উপজেলার পশ্চিম উচনা সীমান্তের ২৮১ মেইন পিলার এলাকায় ২০ বিজিবির অধিনে হাটখোলা ক্যাম্প কমান্ডার সুবেদার মোজ্জামেল হক বিএসএফকে মিষ্টি উপহার দেয়। হাটখোলা ক্যাম্পের সীমান্তে বিএসএফের গয়েশপুর ও চকগোপাল ক্যাম্প থাকায় উভয় ক্যাম্প কমান্ডার এন পি প্রধান ও সারাবজিৎ সিংকে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানানো হয়। পক্ষান্তরে বিজিবিকেও মিষ্টি উপহার দেয় বিএসএফ। এসময় বিজিবি-বিএসএফের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

হাটখোলা বিজিবির ক্যাম্প কমান্ডার হক সাহেব বলেন, পবিত্র ইদুল ফিতর উপলক্ষ্যে জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক ও ক্যাম্প কমান্ডারের পক্ষে বিএসএফকে মিষ্টির প্যাকেট গুলো উপহার দেওয়া হয়। সীমান্তে সৌহাদ্য সম্প্রতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষ্যে উভয় দেশের ধর্মীয় ও জাতীয় উৎসব গুলিতে বিজিবি-বিএসএফ একে অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়ে থাকে। এতে করে সীমান্তে দ্বায়িত্ব পালনে উভয় বাহিনীর মাঝে সু-সম্পর্ক বজায় থাকে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version