
শুক্রবার (১৪ জুলাই) রাতে সিলেট রেঞ্জের বিশেষ অভিযান চলাকালে অফিসার ইনচার্জ মো. ওমর ফারুকের নির্দেশনায় জৈন্তাপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক(এসআই) হাফিজুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফৌর্স উপজেলার চিকনাগুল ইউনিয়নের পানিছড়া এলাকায় অভিযান পরিচালনা করে বাংলাদেশী ফ্রেস কোম্পানীর মোড়কে ভারতীয় ৫১ বস্তা চিনির একটি চালান আটক করে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এসময় চোরাচালান চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে ১জনকে আটক করা হয়। আটককৃত ব্যাক্তি জৈন্তাপুর উপজেলার ঘাটেরচটি গ্রামের শহিদ মিয়ার ছেলে শিহাব মিয়া (২০)।
ভারত হতে চোরাইপথে নিয়ে আসা চিনি গুলো বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কোম্পানি ফ্রেশের বস্তায় ৪৬টি এবং ৫টি ভারতীয় বস্তায় মোডানো ছিল। চক্রটি বাংলাদেশী বস্তায় অবৈধ ভাবে আনায়নকৃত ভারতীয় চিনি দেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দেয়।
জৈন্তাপুর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে মর্মে সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন সিলেট জেলা পুলিশের সহকারি মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা শ্যামল বনিক।