মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।
শনিবার দুপুর ২টার দিকে উপজেলার ভাটেরা রেলস্টেশনের অদূরে হোসেনপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বরমচাল স্টেশনমাস্টার শফিকুল ইসলাম কাজল জানান, সিলেটগামী তেলবাহী একটি ট্রেন দুপুর ২টা নাগাদ ভাটেরা স্টেশন অতিক্রম করার পর হোসেনপুর নামক স্থানে একটি বগি লাইনচ্যুত হয়েছে। কুলাউড়া স্টেশনমাস্টার মুহিবুর রহমান জানান, খবর পেয়ে কুলাউড়া স্টেশন থেকে উদ্ধারকারী একটি ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। উদ্ধারকাজে ৩–৪ ঘণ্টা লাগতে পারে। সন্ধ্যা ৬টা নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে।