/

সরকারের ধারাবাহিকতা থাকলে উন্নয়ন ত্বরান্বিত হয়—- এম.পি মানিক

19 mins read

সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, প্রযুক্তি নির্ভর শিক্ষিক জাতি গঠনে সরকার শিক্ষা ক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব দিয়ে যাচ্ছে। শিক্ষিত জাতিই পারে একটি দেশেকে উন্নতির শীর্ষে পৌছে দিতে। শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্য করে তিনি বলেন, সরকার শতভাগ শিক্ষিত জাতি গঠনে যুগপোযুগী শিক্ষা উপকরণ ও শিক্ষা বান্ধব পরিবেশ সৃষ্টি করে দিতে কাজ করছে।

বিশ্বের বিভিন্ন উন্নত দেশের উদৃতি দিয়ে এমপি মানিক বলেন, মালোয়েশিয়া, সিঙ্গাপুর, চীন, রাশিয়ার মতো দেশের উন্নতীর পেছনে রয়েছে একই সরকারের দীর্ঘ সময় ধরে রাষ্ট্র পরিচালনা করা। বাংলাদেশের পদ্মাসেতু, মেট্রারেলের মতো মেঘা প্রকল্প বাস্তাবায়ন করা সম্ভব হয়েছে জনগন শেখ হাসিনাকে বারবার রাষ্ট্র ক্ষমতায় বসানোর কারনে। সরকার বিভিন্ন ভাতা প্রচলন করায় বর্তমানে মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত হয়েছে। স্বল্প আয়ের মানুষের জন্য সরকার টিসিবি পণ্য চালু করেছে। দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সরকারের ধারাবাহিকতা রাখতে হবে। দেশেকে আরো এগিয়ে নিতে সকলকে স্রোতের অনুকুলে থেকে জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় বসাতে হবে।

রোববার বিকেলে উপজেলার ইসলামপুর ইউনিয়নের নোয়াগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন আনুষ্টানিক উদ্বোধন শেষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মানিক এসব কথা বলেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাবেক সভাপতি নাজিমুদ্দিনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক গোবিন্দমোহন সরকারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এলজিইডি সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, শিক্ষা অধিদপ্তর সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী শামছুল আরেফিন, ছাতক পৌরসভার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা আওয়ামীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাছুম মিয়া।

বক্তব্য রাখেন, শিক্ষানুরাগী হাজী আবুল হাসান, সামছুন্নুর আফজাল, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আসাদুজ্জামান জাবেদ প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোবিন্দমোহন সরকার। সভায় আওয়ামীলীগ নেতা হাজী সুনু মিয়া মেম্বার, ডাঃ সুয়েব আহমদ,

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধি দপ্তরের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান, আওয়ামীলীগ নেতা ফজলে করিম লিলু, প্রধান শিক্ষক আব্দুল গনী, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি সামছুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি রাসেল মাহমুদ, আনোয়ার পাশা মেম্বার, কয়েছ আহমদ, রশিদ আহমদ মাসুক, সৈয়দ আহমদ সেলিম, সিরাজ মিয়া মেম্বার, হাজী বুলবুল আহমদ, জে আলম, মুক্তার হোসেন, হাজী আতিক মিয়া, বাবুল মিয়া সুয়েব আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে তিনি নির্মানাধিন গোয়ালগাঁও ব্রীজ পরিদর্শন করেন। এর আগে দুপুরে ইসলামপুর উচ্চ বিদ্যালয়ে প্রায় সাড়ে কোটি টাকা ব্যয়ে ৫তলা বিশিষ্ট একাডেমিক কাম মাল্টিপারপাস ভবনের আনুষ্ঠানিক ভিত্তি প্রস্তর স্থাপন করেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ আহমদের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আব্দুল গনী পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি মানিক।

এসময় শিক্ষানুরাগী সাদিকুর রহমান সাদিক, হাজী আশিদ আলী, ইউপি সদস্য বাহার উদ্দিন সাজ্জাদুর রহমান, সিরাজ মিয়া, হাজী লুলু মিয়া, কামরুজ্জামান, মুরাদ আহমদ, হাজী আরিছ উদ্দিন, হাজী আতিক মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version